গফরগাঁওয়ে প্রাথমিক বৃত্তি পরিক্ষা সম্পন্ন

207

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় থেকে বেলা ১২ টায় পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এ বছর উপজেলার ১ টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের সরকারী প্রাথমিক থেকে শতকরা ২০ ভাগ হিসেবে ১৫৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা। উপজেলা সদরের ইসলামিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও খায়রুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কান্দিপাড়া সরাসরি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র তিনটিতে পরীক্ষা চলছে। এর মধ্য ৩টি কেন্দ্রে অনুপস্থিত সংখ্যা ১০২ জন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। গফরগাঁও উপজেলা নিার্বহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান সার্বক্ষণিক উপস্থিত থেকে ৩টি পরীক্ষার কেন্দ্রের হলসমূহ ঘুরে দেখেন। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল মালেক ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাগন পরীক্ষার কেন্দ্রের হলসমূহ ঘুরে দেখেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে বাংলা, ইংরেজি, গণিত ও প্রাথমিক বিজ্ঞান এ চারটি বিষয়ে ২৫ মার্ক করে মোট ১০০ মার্ক এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান জানান, খুব সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষার মাধ্যমে এরকম একটা প্রতিযোগিতা থাকলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরো গতিশীল হবে বলে তিনি মনে করেন।