কুলিয়ারচরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

136

মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর, কিশোরগঞ্জ, প্রতিনিধি : “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ঋন বিতরণ করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি, ২০২৩ খ্রিঃ) সকাল এগারোটায় উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও ঋন বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা। উক্ত অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল খায়ের। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মিলন রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছিমা বেগম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আনিসুর রহমান, সালুয়া ইউনিয়ন পরিষদ সচিব মানিক মিয়াসহ ইউপি সদস্যবৃন্দ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের স্টাফগণ। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি কর্তৃক পল্লী মাতৃকেন্দ্রের সদস্য প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৮ জনকে নগদ ২ টাকার ঋন বিতরণ করেছেন।