আত্রাইয়ে গান্ধি আশ্রম পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

103

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নওগাঁর আত্রাইয়ে বঙ্গীয় রিলিফ কমিটি (গান্ধি আশ্রম/ খাদি প্রতিষ্ঠান) পরিদর্শন করেছেন। গতকাল বুধবার দুপুরে তিনি তার সফর সঙ্গীসহ প্রথমে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসরের কাচারি বাড়ি ও পরে আত্রাই রেলওয়ে স্টেশন সংলগ্ন গান্ধি আশ্রম পরিদর্মন করেন। গান্ধি আশ্রম পদির্শনকালে তিনি মহাত্বা গান্ধি, বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় ও নেতাজি সুভাস বসুর স্মৃতি বিজড়িত এ প্রতিষ্ঠানের উন্নয়নে এখানে একটি হাসপাতাল ও পুকুর সংস্কার করে একটি শিশুপার্ক নির্মাণের আশ্বাস দেন। তিনি এ ব্যাপারে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য আত্রাই উপজেলা নির্বাহী অফিসারকে বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনারের সফর সঙ্গী পাপন রায়, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার, গান্ধি আশ্রমের সভাপতি সহকারী অধ্যাপক (অব.) আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. নিরঞ্জন কুমার দাস, সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, প্রভাষক রুহুল আমিন প্রমুখ।