কুলিয়ারচর উপজেলা ঠিকাদার সমিতি’র আহবায়ক কমিটি গঠন

76

মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার স্থানীয় ঠিকাদার নিয়ে “কুলিয়ারচর উপজেলা ঠিকাদার সমিতি” নামে একটি অরাজনৈতিক নতুন সংগঠন তৈরির লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি, ২০২৩ খ্রিঃ) রাত ৮ টায় কুলিয়ারচর বাজার এরাবিয়ান তৃপ্তি হোটেলে উপজেলায় সকল ঠিকাদারদের উপস্থিতিতে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে মেসার্স এম.আর ট্রেডার্স এর স্বত্বাধিকারী মাহবুবুর রহমান ছোটন- কে আহবায়ক ও মেসার্স খোকন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ খোকন মিয়া (জিলন কমিশনার) কে যুগ্ম আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বাকী ৭ জন সদস্যদের মধ্যে আর.এস এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম, সামিয়া এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী শাহ নবী, মেসার্স আরিফ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ আরিফুর রহমান, মেসার্স তন্নী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সৈয়দ নোমানুল হক, ফ্রেন্ডস বিজনেস কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারী মোঃ সানোয়ার হোসেন, মেসার্স উর্মি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ সালা উদ্দিন, মেসার্স আলাল উদ্দিন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী শাহবাজ আহমেদ রুবেল। উক্ত আহবায়ক কমিটি আগামী ২১ জানুয়ারির মধ্যে একটি পুর্নাঙ্গ কমিটি উপহার দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।