অষ্টগ্রামে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

245

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম আজাদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জানুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসন উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে।
সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. ওমর খসরু ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ জামান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোঃ আফতাব, অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সৈয়দা নাসিমা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, কাস্তুল ইউপি চেয়ারম্যান সাইফুল হক রন্টি, পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান কাছেদ মিয়া, সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, দেওঘর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, বাংগালপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম, কলমা ইউপি চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান সাঈদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ফারুক, বাংগালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচরণ দাস, অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা উপজেলার বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ ও পূণঃ মেরামত, নদী ও খাল খননসহ শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখলে জেলা প্রশাসক অচিরেই সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি প্রদান করেন।
এ মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।