গফরগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

140

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ শুক্রবার (১৩ জানুয়ারি) কদমরসুলপুর গ্রামে স্বামীর বাড়ী থেকে মৌসুমি আক্তার (২৩) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী ইমরান ও তাঁর শাশুড়ী মা পলাতক রয়েছে। জানা যায়, প্রায় দশ বছর আগে উপজেলার রসুলপুর ইউনিয়নের কদমরসুলপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ইমরান (৩২) এর সাথে একই এলাকার চকপাড়া গ্রামের আফছর আলীর মেয়ে মৌসুমি আক্তারের পারিবারিক ভাবে বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে বাহাদুর (৮) নামে এক ছেলে সন্তান রয়েছে। পারিবারিক নানান সমস্যায় বউ- শাশুড়ী ও স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব লেগেই ছিল। বাড়ির অংশ বাটোয়ারা নিয়ে শুক্রবার সকালে বউ- শাশুড়ীর তর্ক হয় ও একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এই ঘটনার জেরে ইমরান তাঁর স্ত্রী মৌসুমিকে চর থাপ্পর দেয়। পরে এই অভিমানে পরিবারের সবার অঘোচরে দুপুরে কোন এক সময় ঘরের আড়ার সাথে শাড়ি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে গফরগাঁও থানা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মৌসুমির ভাই দিদার অভিযোগ করে বলেন, আমার বোনকে ওরা বাঁচতে দিল না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীর শাস্তির দাবি করছি। গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।