লিজেন্ড বাংলাদেশ এসএসসি ২০০০ ব্যাচ এর উদ্যোগে গফরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

67

গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষ ও ছিন্নমূল শিশুদের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন লিজেন্ড বাংলাদেশ এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুগণ। লিজেন্ড বাংলাদেশ ২০০০ ব্যাচ এর বন্ধু ময়মনসিংহ টিমের উদ্যোগে শুক্রবার বিকেলে গফরগাঁও রেলওয়ে ষ্টেশন প্রাঙ্গণে শতাধিক দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল শিশুদের মাঝে শীতের গরম কাপড় বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ। শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের প্রতি প্রথমেই কৃতজ্ঞতা ও সাধুবাদ জানান ওসি ফারুক আহম্মেদ। তিনি বলেন, লিজেন্ড বাংলাদেশ এসএসসি ২০০০ ব্যাচ সারাদেশে-ই তাদের শোভনীয় বিভিন্ন কর্মযজ্ঞ চলতেই থাকে এই কর্মযজ্ঞে তিনি গর্বিত বলে এমনটাই মত ব্যাক্ত করেন। এছাড়াও সংগঠন থেকে উপস্থিত ছিলেন, রাসেল, হিমেল, ফরিদ, সুমন মুন্না, স্বপন প্রমুখ। সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আমরা স্ব-উদ্যোগে শীতার্তদের মাঝে উষ্ণতার ছোঁয়া দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এরকম কর্মযজ্ঞ অব্যাহত থাকবে বলে জানান তারা।