১১ মাসেয় বদলে গেছে গালাগাও ইউনিয়নের দৃর্শপট

180

তৌকির আহমেদ শাহীনঃ মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের ধারাবাহিকতায় ও গৃহয়ান ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এর নিদের্শে গালাগাও ইউনিয়নের দৃর্শপট পরিবর্তন করে যাচ্ছেন আবদুর রহমান চেয়ারম্যান। সেই ধারাবাহিকতায় উন্নয়নের ছোয়া লেগেছে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে।১ঃ নলুয়া বিল থেকে চকনাপাড়া রাংসা নদী পর্যন্ত খাল খনন।২ঃকানুহরি নুর হোসেনের বাড়ি থেকে আলী হোসেনের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃ নির্মান।৩ঃগালাগাও পিসির বাড়ি থেকে বাটিয়া আবল ফকিরের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃ নির্মান।৪ঃগালাগাও দত্ত বাড়ি থেকে রাখাল মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃ নির্মান।৫ঃপাগারতলা ঠাকুর বাড়ি থেকে অফিল উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃ নির্মান।৬ঃ নয়াপাড়া থেকে বালিজানা খাল খনন।৭ঃবাড়ইপুখিরিয়া রুনু ঠাকুরের বাড়ি থেকে উঃপাড়া চৌধুরী বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃ নির্মান। গালাগাও গ্রামের নির্মল সরকার বলেন, আমাদের গ্রামের২টি রাস্তা মেরামত করে দিয়েছেন চেয়ারম্যান আবদুর রহমান তালুকদার। এখন যাতায়াত ব্যবস্থা ও গালাগাও গ্রামের দৃশপট ব্যাপক উন্নয়ন হয়েছে। কানুহরি গ্রামের আঃহাই জানান, ১১মাসেয় চেয়ারম্যান আবদুর রহমান তালুকদার রাস্তা ও খাল খনন সহ জনগনের ব্যাপক উন্নয়ন করেছেন।সরেজমিন ঘুরে দেখা যায়, উন্নয়নের ছোয়া লেগেছে ইউনিয়ন জোড়ে।চেয়ারম্যান আবদুর রহমান তালুকদার বলেন, নির্বাচনের অঙ্গিকার ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এর নির্দেশে আমি কাজ করে যাচ্ছি।