বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি; কিশোরগঞ্জের বাজিতপুর থানার ওসি শফিকুল ইসলামের নির্দেশে এসআই কামাল, সিএসআই শামীম, এটিএসআই সাইফুল ইসলাম সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যার দিকে বলিয়াদী ইউনিয়নে সাগরফেনা গ্রাম হতে মৃত মেনু মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৬৫) কে একটি গাজাঁ সহ গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত নিজাম উদ্দিন বলেন, গত ৩০-৪০ বছর ধরে তিনি এই ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।