বাজিতপুর- হিলচিয়া সড়কে লড়ির নিচে পড়ে শিশুর মৃত্যু, অভিযোগ দায়ের

119

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি; কিশোরগঞ্জের বাজিতপুর- হিলচিয়া সড়কে গত বুধবার বিকেলে লড়ির নিচে পড়ে হিলচিয়া পূর্বপাড়া গ্রামের আলাউদ্দিনের শিশু পুত্র তাওহিদ মিয়া (৬) গুরুতর জখম হয়। পরে তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাওহিদকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ ময়না তদন্তর জন্য কিশোরগঞ্জ মর্গে লাশ পাঠিয়েছেন। এই ব্যাপারে শিশুর পিতা মোঃ আলাউদ্দিন বাদী হয়ে গত বুধবার রাতে রাকিব মিয়া, রুবেল মিয়া, নূর ইসলাম, লিমা আহম্মেদ সহ কয়েক জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। জানাযায়, বাজিতপুর বিভিন্ন সড়কে লেগু, লড়ি ও মাটি চালিত ট্রাক নিয়ন্ত্রনহীন ভাবে চলাচলের কারণে দূর্ঘটনা বাড়ছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন এই ব্যাপারে কোনো উদ্যোগ না নেওয়ার কারণে সড়কে দূঘর্টনা বেড়েই চলছে বলে এলাকাবাসীর অভিযোগ। এই বিষয়ে প্রশাসন উদ্যোগ নিলে দূঘর্টনা কমে আসতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারনা। বাজিতপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে লাশ পাঠিয়েছেন।