কিশোরগঞ্জে ৬ উপজেলা ঝেকে বসেছে শীত, বিভিন্ন হাসপাতালে কয়েক শতাধিক রোগী ভর্তি

270

মহি উদ্দিন লিটন, বাজিতপুর ( কিশোরগঞ্জ) থেকে ঃ কিশোরগঞ্জের নিকলী, বাজিতপুর, অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা ও কুলিয়ারচরে গত ৩/৪ দিন ধরে মৃদু শৈত্য প্রবাহের কারণে হাওড় এলাকার খেটে খাওয়া মানুষ শীতে আক্রান্ত হচ্ছে। এসব এলাকার শিশু ও বৃদ্ধ জনগোষ্ঠিরা দারিদ্র সীমার নিচে থাকার কারণে যেমন শীতের পোশাক কিনতে পারছে না। বিভিন্ন হাসপাতাল ঘুরে জানা গেছে, মৃদু শৈত্য প্রবাহের কারণে এপর্যন্ত ৬ উপজেলায় শিশু ও বৃদ্ধ অন্তত ১৫০/২০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সর্দি, কাশি, আমাশয়, ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। গতকাল শুক্রবার বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কর্র্তৃব্যরত চিকিৎসকরা জানান, মৃদু শৈত্য প্রবাহের কারণে প্রতিদিন হাসপাতালে বিভিন্ন থানা থেকে আগত ৫০/৬০ জন শিশু ও বিভিন্ন বয়সের রোগীরা চিকিৎসা নিচ্ছেন। আবার কেহ কেহ হাসপাতালে ভর্তি হচ্ছেন। তারা বলেন, নিম্ন আয়ের লোকজন চিকিৎসা নিয়ে চলে যান। জানা যায়, দেশে এখন গাছ পালা কমে যাওয়ার কারণে পরিবেশ এখন পাল্টে গেছে। এছাড়া গ্রামে গঞ্জে শীতের মত ঝেকে বসেছে জনপদে ইটভাটা। এসব কারণেও এখন পরিবেশ যেমন খারাপ হচ্ছে তেমনি এখন মানুষ ও স্বাস্থ্য ঝুকিতে আছে বলে অভিজ্ঞ মহলের ধারণা।