ওমর মালিকের ‘মধ্যবিত্ত’ সিনেমাটি প্রকাশ্যে এলো

55

স্টাফ রিপোর্টারঃ মধ্যবিত্ত শিরোনামের সিনেমাটি তৈরি করেছেন তানভীর হাসান। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি,সংলাপ,চিত্রনাট্য করেছেন তিনি। সিনে মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। আমাদের বাস্তব জীবনের চালচিত্রকে ধারণ করে মধ্যবিত্ত সিনেমার গল্প গড়ে উঠেছে। গল্পে আবহমান বাংলার চিরায়ত চরিত্র ফুটিয়ে তুলেছেন অভিনয় শিল্পীরা। গ্রাম থেকে শহর, ফুতপাত থেকে অট্টালিকা কোনো জায়গার চরিত্র বাদ যায় নি মধ্যবিত্ত সিনেমায়। বুধবার ৪ অক্টোবার প্রকাশ হয়েছে সিনেমাটির ফাস্টলুক। ফাস্টলুকে নজর কেড়েছেন ওমর মালিক। সিনেমাটি নিয়ে আশাবাদী ওমর মালিক। তিনি বলেন, এ সিনেমার গল্প সবার হৃদয় ছুঁয়ে যাবে। প্রতিটি চরিত্র হৃদয়ে ধারণ করবে দর্শক। সিনেমাটিতে অভিনয় করেছেন মাইশা প্রাপ্তি,শমু চৌধুরী, বড়দা মিঠু, শবনম পারভীন, ওমর সিরাজী,রেবেকা রউফ,হান্নান শেলী,সোহেল রানা, এইচকে স্বাধীন, রিয়াজুল রিজু সহ আরো অনেকে।