রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা

227

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের সৈয়দনগর এলাকায় অবৈধ বালু তোলার দায়ে মো. সেলিম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এই অভিযান চালান। আদালতকে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম ও রাঙ্গুনিয়া থানা পুলিশ। এছাড়া পৃথক অভিযানে ইসলামপুর ইউনিয়নে এক ইটভাটাকে অবৈধভাবে কাঠ পুড়ানোর দায়ে ইট প্রস্তুত, ভাটা আইন ও স্থাপন নিয়ন্ত্রন আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, পৃথক অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধভাবে বালু তোলার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধভাবে কাঠ পুড়ানোর দায়ে ইট প্রস্তুত, ভাটা আইন ও স্থাপন নিয়ন্ত্রন আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ”