নিজস্ব প্রতিবেদক: ESMoA একটি মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সপ্রিমেন্টাল আর্টি মিউজিসিয়াম। প্রতি বছর চলচ্চিত্র, আর্ট এবং এনিমেশন নিয়ে ডিসেম্বরের দিকে একটা উৎসব আয়োজন করেন। এই বছর এই অর্গানাইজেশন ফিল্ম ক্যাটাগরিতে ১২ টি চলচ্চিত্র ফাইনালিস্ট হিসেবে নির্বাচন করেন। এই চলচ্চিত্রগুলো ফিলিপাইন, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, স্পেন, মেক্সিকো, এল সালভাদর, আর্জেন্টিনা ছাড়াও বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন রওনাকুরের মাইক্রো ফিল্ম “স্টোরি অফ এ স্টোন”। নভেম্বরের ২৭ থেকে ডিসেম্বরে ১ তারিখ পর্যন্ত ESMoA Video Art + Film Festival এর ওয়েব সাইটে প্রকাশ হবে এবং ডিসেম্বরের ২ তারিখে ফিল্মটি প্রদর্শন হবে। এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রগ্রাহক ছিলেন ধ্রুব সেন ও সহকারী পরিচালক সাদমান শিহির। মিউজিক এবং পোস্ট-প্রোডাকশনে কাজ করেছেন এহসান আল মিরাজ এবং স্টোন আর্টিস্ট হিসেবে ছিলেন শিশির আহমেদ। রওনাকুর সালেহীনের নির্মিত মাইক্রো ফিল্মটি এর মাঝে একাধিক ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফাইনালিস্ট হবার সুযোগ পেয়ে পুরুষ্কার অর্জন করেছেন। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের কোন আর্ট মিউজিয়ামে প্রদর্শন হচ্ছেন এই চলচ্চিত্রটি। মার্কিন এই ফেস্টিভ্যালে ১২ টি চলচ্চিত্রের মাঝে বাংলাদেশ থেকে এই একটি চলচ্চিত্র প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।