চুয়েটে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ শুরু

37

রাশেদ পারভেজ – চুয়েট প্রতিনিধি:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির আয়োজনে এবং ইস্পাহানি টি লিমিটেডের সহযোগিতায় প্রয়াত শিক্ষক শিমুল বিশ্বাস স্মরণে “শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট-২০২৩” শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় পুরকৌশল অনুষদ এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ মুখোমুখি হয়। এতে যন্ত্রকৌশল অনুষদ ১-০ গোলের ব্যবধানে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদকে হারায়। যন্ত্রকৌশল অনুষদের পক্ষে জয়সূচক গোল করেন অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। আজ ৮ই নভেম্বর (বুধবার) ২০২৩ খ্রি. বিকাল ০৪:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত খেলার শুভ উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের পক্ষে পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। এতে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বশির জিসান। এবারের খেলায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- পুরকৌশল অনুষদ, যন্ত্রকৌশল অনুষদ, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদ, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ। প্রসঙ্গত, গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান প্র‍য়াত শিমুল বিশ্বাস চুয়েটের পুরকৌশল বিভাগ থেকে স্নাতক শেষে ডিজেস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ছিলেন। ২০১৫ সালের ১৬ই ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে বিমানযোগে ঢাকা যাওয়ার সময় তিনি বিমানেই মৃত্যুবরণ করেন। চুয়েটের দুর্যোগ ও ব্যবস্থাপনা প্রকৌশল বিভাগের সাবেক এই শিক্ষককের স্মরণে প্রতি বছর এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে শিক্ষক সমিতি।