প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে অগণিত দর্শকের সমাগমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মোস্তাফিজুর রহমান ফুটবল ক্রীড়া একাডেমি সঙ্গে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এক প্রীতি ফুটবল খেলা।
শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিকভাবে খেলাটির উদ্বোধন করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফারজানা রহমান শিমলা। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এ সময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের খেলা দেখতে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ কানায় কানায় দর্শক ভরে যায়। অনেকেই তার সঙ্গে মোবাইল ফোনে সেলফি তুলতে দেখা যায়। কেউবা খেলা চলাকালিন সময়েও ব্যারিস্টার সুমনকে ছুঁয়ে দেখতে ও তার সঙ্গে কোলাকুলি করতে নিরাপত্তাবেষ্টনীর চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েন।
খেলা শুরুর আগে সারা মাঠ ঘুরে উপস্থিত দর্শকদের ‘সুমন, সুমন’ ধ্বনির জবাব দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ সময় শত শত ভক্ত তার সঙ্গে সেলফি তোলেন। খেলা পরিচালনা করেন তরিকুজ্জামান শুভ। খেলার ধারাভাষ্য দেন খোরশেদ রায়হান ও তাইফুল ইসলাম অপু। রেফারী ছিলেন তাজু ইসলাম, মো. সাজু ও মানিক হোসেন।
খেলা শেষ উপজেলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
শেষে সন্ধ্যায় জমকালো একটি উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে গান গেয়ে দর্শক মাতান আয়শা মৌসুমী, সুমি শেখ, আশরাফ ভান্ডারী ও মার্শাল।
এতে সার্বিক উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে।