সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধারসুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের জিগাবাড়ির চরে সন্ধা৬ টায় একতার বাজার নামক স্হানে কক্টেল বিষ্ফোরিত হয়। এ সময় পাশে থাকা ৪জন মারাত্নক ভাবে আহত হয়েছেন।আহতদের সুন্দরগঞ্জ হাসপাতালে প্রথমিক চিকিৎসা দেয়া হলেও তাদের অবস্হার অবনতি হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে,,,,,আহতরা হলেন জিগাবাড়ি চরের ইজ্জত আলীর ছেলে ভুট্টু মিয়া(৬০) পারভিন বেগম(৫২)স্বামি ভুট্টি মিয়া,ও তার দুই ছেলে রিপন মিয়া(৪০) ও ফারুক(৪০)।প্রত্যক্ষদর্শিরা জানান য়ে সন্ধার সময় হঠাৎ ভুট্টুর বাড়ি হতে বিকট শব্দ শুনতে পাই।এরপর দৌরে গিয়ে দেয়া যায় ভুট্টুর দুই ছেলে ও স্ত্রী পারভিন বেগমের শরীরে কি যেন বিষ্ফোরিত হয়েছে,,,সে কারনে তাদের গাঁ ঝলছে গেছে।তবে অনেকের ধারনা যে চলমান রাজনৈতিক ঘটনাবলির সাথে তাল মেলাতে কক্টেলা বা হাত বোমা তৈরি করছিল,,,সে কারনে এই ঘটনা হতে পারে।