লেখা: জসিম উদ্দীন মাহমুদ তালুকদার:
এমবিবিএস ভর্তি পরীক্ষায় না টিকে অনেকেই ডিপ্রেশন ভুগেন। মনে রাখা উচিৎ রিজিক যেখানে সেখানেই যেতে হবে। আল্লাহর উপর ভরসা করে তাঁর আনুগত্য করো আর ধৈর্য্য সহকারে পরিশ্রম করো। একদিন তুমিও সফল হবে ইনশাআল্লাহ।
সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ বাংলাদেশের ন্যাচারাল মেডিসিনের সর্বোচ্চ বিদ্যাপীঠ।সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
কলেজটি ঢাকার মিরপুরে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। এখানে পাঁচ বছর মেয়াদি একাডেমিক কোর্স সমাপ্ত করে অত্র মেডিকেল কলেজ হাসপাতালে এক বছর ইন্টার্নিশিপ করতে হয়। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সনদ প্রদান করা হয়।
W.H.O সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাপনা পর্যালোচনা করে ন্যাচারাল চিকিৎসাবিজ্ঞানকে স্বীকৃতি দান করেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১৯৯০ সালে ইউনানী, আয়ুর্বেদ এবং আধুনিক
জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠা লাভ করে। এই মেডিকেল কলেজে ইউনানী ও আয়ুর্বেদিক দু’টি বিভাগ রয়েছে।
★ ইউনানী বিভাগে
আসনসংখ্যা ২৫ এবং আয়ুর্বেদিক বিভাগে আসনসংখ্যা ২৫।
*কোর্স (Course) :
★BUMS (Bachelor of Unani Medicine &
Surgery). ইউনানী।
★ BAMS (Bachelor of Ayurvedic Medicine &
Surgery). আয়ুর্বেদী।
প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য: (Characteristics of this
Institution):
★ পাবলিক মেডিক্যাল কলেজ।
★বাংলাদেশে ন্যাচারাল মেডিসিনের উপর একমাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ।
★W.H.O (World Health Organization) কর্তৃক স্বীকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত।
★তিন একর ক্যাম্পাস, একাডেমিক ভবন ১টি হাসপাতাল ১ টি, ছাত্র হল ১টি,ছাত্রী হল ১টি, সমৃদ্ধ পাঠাগার,নিজস্ব গবেষণাগার,ঔষধি বাগান, শিক্ষার্থী: ৩০০ জন, শিক্ষক শিক্ষিকা: ৫০ জন।
★পঠিত বিষয়সমূহ (Academic Subject):
1st Prof : Anatomy, Physiology,
Biochemistry, Mediconomy & History of Medicine(Basic Principal Of Unani/Ayurveda & History of Unani /Ayurveda), Pharmacology & Pharmacognosy(Ilmul Advia/Drabbyagun)
2nd Prof : Pathology & Microbiology,
Community Medicine, Forensic Medicine &
Toxicology, Pharmacy, Pharmacology & Pharmacognosy.
3rd Prof : Surgery, Obstetrics & Gynecology,
EENT, Natural medicine, Paediatrics.
★Duration of 5 academic years has been divided into 3 phases-
⏺ 1st professional: 1 & 1/2 years(18 months).
⏺ 2nd professional: 2 years (24 months).
⏺ Final professional: 1 & 1/2 years
(18 months)
⏺ Compulsory Internship Training: One
year(52 weeks)
★ Total Marks & Teaching Hours: 4900 Marks
& 4220 Hours with 25 months hospital
training.
⏺ 1st Prof: 1500 marks & 1760 hours.
⏺ 2nd Prof: 1700 marks & 1510 hours with 3
months hospital training.
⏺ Final Prof: 1700 marks & 950 hours with 22
months hospital training.
★উচ্চশিক্ষা লাভ:
অস্ট্রেলিয়া, জার্মানি, আমেরিকা, চীন,
রাশিয়া, কানাডসহ প্রভৃতি দেশে ন্যাচারাল মেডিসিনের ওপর MD এবং বিভিন্ন চিকিৎসা সম্পর্কীয় বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জনের
সুযোগ রয়েছে। এ ছাড়াও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন- বেনারস হিন্দু ইউনিভার্সিটি,গুজরাট আয়ুর্বেদিক ইউনিভার্সিটি, আলীগড় মুসলিম ইউনিভার্সিটি সাজার্রিসহ
চিকিৎসাবিজ্ঞানের সকল বিষয়ের ওপর উচ্চশিক্ষা এবং প্র্যাকটিসের সুযোগ রয়েছে।
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল ও ননক্লিনিক্যাল সাবজেক্টে Masters, MPhil, PhD
করা যায়।
★ চাকরির সুযোগ (Job Opportunity):
★উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল সহ সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে।
★স্বাস্থ্য অধিদপ্তর, ঔষুধ অধিদপ্তর, দেশী-বিদেশী, সরকারী বেসরকারী, বিভিন্নএনজিও তে মেডিকেল প্রতিনিধি হিসেবে, ফার্মাসিউটিক্যাল গুলোতে
এক্সিকিউটিভ অফিসার হিসেবে।
★ ভর্তির প্রয়োজনীয় তথ্য (Information of
Admission) :
★ ভর্তি যোগ্যতা (Admission Eligibility) :
বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞানসহ SSC
ও HSC (অথবা সমমান) উভয় পরীক্ষায় মোট
জিপিএ ৮.০০ পেলে আবেদন করা যাবে। SSC
ও HSC উভয় পরীক্ষায় কোনটিতে জিপিএ
৩.৫০ এর কম পেলে আবেদন করা যাবে না।
Biology-তে অবশ্যই ৩.৫০ থাকতে হবে।
★ পরীক্ষা পদ্ধতি : (MCQ)
জীববিজ্ঞান-৩০
রসায়ন -২৫
পদার্থ বিজ্ঞান-২০
ইংরেজি -১৫
সাধারণ-১০
মোট= ১০০
★ রেজাল্টঃ
SSC×8=40
HSC×12=60
- এসএসসি & এইচএসসি তে প্রদত্ত জিপিএ এর সাথে উপরোক্ত ভাবে গুণ করে ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর এবং ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর যোগ করে মোট ২০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হয়। ★ভর্তির জন্য অনলাইনে আবেদন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত হয়ে থাকে।
লেখকপরিচিতি:
জসিম উদ্দীন মাহমুদ তালুকদার
বাংলা অনার্স মাস্টার্স
বি. ইউ. এম. এস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
ডি. ডি. এম ( আই সি ডি ডি আর বি)
ইউনানি ও আয়ুর্বেদি মেডিকেল কলেজ
মিরপুর, ঢাকা।
চিকিৎসক ও লেখক,
প্রতিষ্ঠাতা- চট্টগ্রাম সাহিত্য কুটির।