কিশোরগঞ্জের মিঠামইনে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

81

নিউজ ডেস্ক:

গত ১৫/১০/২০২৩ খ্রি: তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকা হতে ১৬/১০/২০২৩ খ্রি: রাত অনুমান ০৩.৩০ ঘটিকার মধ্যে মিঠামইন থানাধীন ধোবাজুরা সাকনিস্থ জনৈক মো: আতাউল মজিদ (সুমন মাস্টার) এর বাসা হতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি হয়। এ বিষয়ে মিঠামইন থানার মামলা নং-০৬, তারিখ-২০/১০/২০২৩ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি:) মো: মজিবুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৪/১১/২০২৩ খ্রি: অনুমান ২১.০০ ঘটিকার সময় ঢাকার কামরাঙ্গীচর থানা এলাকায় অভিযান পরিচালনা করে কামরাঙ্গীচর থানাধীন সিলেটি বাজারস্থ ড্রাইভার গলির জনৈক উজ্জল মিয়ার অটোরিক্সার গ্যারেজের ভিতর হতে আন্ত:জেলার চোর দলের সক্রিয় সদস্য ১। মো: তোফাজ্জল হোসেন (২৪), পিতা-আবু বাক্কার, সাং-ইসলামপুর (আলগাহাটি), থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জকে এবং গত ২৫/১১/২০২৩ খ্রি: তারিখ রাত অনুমান ০৪.৪৫ ঘটিকার সময় কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে জেলা স্মরণী মোড় জনৈক জিয়াউর রহমান এর ভাড়া বাসা হতে আন্ত:জেলার চোর দলের সক্রিয় সদস্য ২। মোহন @ গাংগুয়া (২৮), পিতা- মৃত শিতারাম বাসফোর, সাং-ইসলামপুর, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করেন। তদন্তকারী কর্মকর্তা ধৃত আসামীদ্বয়ের হেফাজতে হতে চোরাই মালামালের মধ্যে ০২(দুই) টি মোবাইল ফোন ও নগদ ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।