বাজিতপুরে শর্ট পিচ নাইট ক্রিকেট টুনার্মেন্ট ডিপিএলের জমকালো উদ্বোধন

80

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর ঐতিয্যেবাহী ডাকবাংলায় বসন্তপুর যুব সমাজের উদ্যেগে ডিপিএল উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রাতে বাজিতপুর পৌর শহরের ডাকবাংলার মাঠে আতবাজীর মধ্য দিয়ে কেক কাটা এক ক্রিকেট টুনার্মেন্টের ১ম আসরের শুভ সুচনা করা হয় এই অর্নুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজিতপুর দেওয়ানী আদালতের সিনিয়র সহকারী জজ মাহবুবুল হক। আরও উপস্থিত ছিলেন বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ, বাজিতপুর রাজ্জাকুন্নেছা বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ খাইরুল হাসান কাউসার, যায়যায় দিন প্রতিনিধি, মহিউদ্দিল নিটন, দৈনিক আমার কাগজের স্টাফ রিপোর্টার মোঃ ফারুক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই অনুষ্টানটির সভাপতিত্ব করেন এই টুর্নামেন্টের সভাপতি ও বাজিতপুর আইনজীবি সমিতির যুগ্ন সম্পাদক এডঃ জহির উদ্দিন মোঃ আজিজ খাঁন (সাব্বির)। জানাযায়, তার পিতা এডঃ প্রয়াত শফিকুল ইসলাম খান বাজিতপুর ক্রিকেট ও ক্রীড়াঙ্গানের জন্য মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত বাজিতপুরের খেলাধুলা কে সমুন্বিত রেখেছেন। এরিধারাবাহিকতায় গত শুক্রবার বিভিন্ন বক্তা বক্তব্য গিয়ে বলেন ক্ষয়ে যাওয়া ক্রীড়াঙ্গনকে সচল রাখার জন্য আয়োজকরা এই আয়োজন করায় তাদের কে ধন্যবাদজ্ঞাপন করেছেন। এই টুর্নামেন্টে ২০টি দল অংশ গ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে বসন্তপুর লাল সবুজ একাদশ জয় পায় রাবারকান্দি একাদশের বিপক্ষে। আয়োজন কমিটিতে আছেন আলী রাসেল, রুকন, খোকন, শাকিল, রাহাদ, আকাশ, মোহন, রাতুল, সাজ্জাদ কাজল।