কুলিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতে চার দোকান মালিককে অর্থদণ্ড

608

মোঃ নাঈমুজ্জামান নাঈম, প্রতিনিধি, কুলিয়ারচর, কিশোরগঞ্জ : কুলিয়ারচরে চার দোকান মালিককে ৮০ হাজার টাকা  অর্থদণ্ড  করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ( ২১ জানুয়ারি ) বিকেলে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডে  বিভিন্ন মিষ্টি ও ফুড প্রোডাক্টস দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য, নোংরা পরিবেশ ও লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে এই অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডিতরা হলেন- আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডারের মালিক খোকন মোদককে ২০ হাজার, শ্রী দূর্গা  মিষ্টান্ন ভান্ডারের মালিক হরিদাস মোদককে ২০ হাজার, থানভী ফুড প্রোডাক্টস (বেকারি)’র মালিক মাছুম খানকে ৩০ হাজার, গ্রামীণ ফুড প্রোডাক্টস (বেকারি)’র মালিক রুবেল ভূইয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কুলিয়ারচর  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান ।
এতে স্যানিটারী ইন্সপেক্টরসহ পুলিশ ফোর্স ও  উপজেলা ভূমি অফিসের সহকারী মোঃ মিনহাজ উদ্দিন উপস্থিত ছিলেন ।