বাঁশখালীতে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী ভাতা বিতরণে বিলম্ব

40

নিজস্ব সংবাদাতা:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় ১১৪ টি বিভিন্ন ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব প্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ভাতা বিতরণে বিলম্ব ও অনিয়মের তথ্য পাওয়া যায়। গত ৭ জানুয়ারীর নির্বাচনের পর থেকে আজ পর্ষন্ত শতভাগ আনসার ও ভিডিপিদের নির্বাচনীর ভাতা বিতরণ সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন বাঁশখালী উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয়। এবারের নির্বাচনী ভাতা বিকাশে ভাতা প্রেমেন্ট করা হচ্ছে। এ যাবত অধিকাংশ আনসার ও ভিডিপিদের বিকাশের মাধ্যমে ভাতা পেয়েছেন। এবং আরো অনেকে ভাতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। গত ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা আনসার ও ভি ডিপির জেলা কম্যান্ডেন্ট কে এই বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি ভোরের বার্তাকে জানান, তিনি এসব বিষয়ে অবগত নয়। এবং বাঁশখালী উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভি ডি পির কর্মকর্তা রানা ভট্টাচার্য জানেন বলে জানান এবং তার সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। উপজেলা আনসার ও ভি ডি পি ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রানা ভট্টাচার্যের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগামী রবিবার অর্থাৎ আজ রোববার ১১ ফ্রেব্রুয়ারী ২০২৪ ভাতা না পাওয়া আনসারদের ভাতা পাবেন বলে ভোরের বার্তাকে তিনি নিশ্চিত করেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় ১১৪ টি ভোট কেন্দ্রে মোতায়েন করেন ১ হাজার তিনশত ৬৮ জন। ৮ জন পুরুষ, ৪ জন মহিলা আনসার, মোট ১২ জন করে আনসার প্রতি কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন।