গফরগাঁওয়ে রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত

30

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়া বান্ধব সরকার। শিক্ষার্থীদের মন ও শরীরকে সুস্থ সতেজ রাখতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের শিক্ষার্থীদেরকে উপযোগী করে গড়ে তুলতে হবে। আজ সোমবার সকালে গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয় ও রোস্তম আলী গোলন্দাজ মেমোরিয়াল কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য মাহফুজা গোলন্দাজ এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।