রাঙ্গুনিয়ার মুরাদেরঘোনা স্কুলে মা’দের নিয়ে ব্যতিক্রমী গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা

65

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘মা’দের অংশগ্রহণে দুইদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে শেষ হয়েছে। হাড়ি ভাঙা, কলসি ভাঙা, মিউজিক্যাল চেয়ার, ঝুড়িতে বল নিক্ষেপ, বালিশ খেলাসহ গ্রামীণ হারিয়ে যাওয়া বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়েছেন অন্তত দুই শতাধিক মা। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিংগেলের জেনারেল সেক্রেটারি নাহিদ ফরমান ঝুমা। উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মুহাম্মদ সোলায়মান মক্কা। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারভিন আক্তার। শিক্ষক তাপস চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয়টির অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম চৌধুরী, কুহিনূর আক্তার চৌধুরী, অভিভাবক প্রতিনিধি দীপংকর বড়ুয়া কাঞ্চন, আজিজুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, ওয়াসিম চৌধুরী, মোহাম্মদ তৈয়ব, মো. জুবায়ের, স্কুলের শিক্ষিকা জয়শ্রী দে, তাপসী চৌধুরী বড়ুয়া, কুসুম আক্তার, সংগীতা দাশ প্রমুখ। শেষে র‍্যাপল ড্র ঘোষণা করা হয় এবং প্রতিযোগিতায় বিজয়ী মা’দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ার মুরাদেরঘোনা স্কুলে মা’দের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।