কিশোরগঞ্জের হাওরে ইরি বোরো ফলন ভালো হওয়ার সম্ভাবনা

50

মহি উদ্দিন লিটন, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী, কুলিয়ারচর, অষ্টগ্রাম, ইটনা ও মিটামইন সহ কয়েকটি উপজেলার হাওরে এবার ইরি বোরো ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানাযায়। জানাগেছে, এই বছর কিশোরগঞ্জের হাওরে ইরি বোরো ধানের চাহিদার তুলনায় অনেক বেশি হতে পারে বলে কৃষককোল জানিয়েছেন। তারা বলেন, যদি বৈরি আবহাওয়া না থাকে তাহলে কিশোরগঞ্জের হাওরে এই বছর অন্যান্য বছরের তুলনায় ধানের ফলন প্রতি একরে ৮০ থেকে ১০০ মন হওয়ার সম্ভাবনা আছে। তবে এই এলাকায় ১ টি মাত্র ফসল ইরি বোরো ধান। এর উপর নির্ভর করে হাওরের কৃষকদের। এই ফসল ভালো হলে হাওরে কৃষকদের হাসির অন্ত থাকে না।