হোসেনপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

13

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. জাকিয়া নূর লিপি৷ 
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি নাশিতা তুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জল হোসাইন,উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির,সমাজসেবা অফিসার এহছানুল হক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম,অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন,সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন৷, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্চিত চন্দ্র শীল  প্রমুখ।
প্রদর্শনীতে মোট ৪০ সটি স্টলে গরু, ছাগল, হাঁস, মুরগী,কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখি স্থান পায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জল হোসাইন জানান, খামারীদের উদ্বুদ্ধ করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।খামারীদের উন্নতজাতের গবাদীপশু ও পাখি পালনে আগ্রহী করে তোলা ও নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহ প্রদান করা এবং বাজারজাত করণ ব্যবস্থার লিংকেজ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।