দাকোপে মামলা করায় একজনকে হত্যার চেষ্টার অভিযোগ

5

দাকোপ (খুলনা) প্রতিনিধি: খুলনার দাকোপে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করায় ক্ষিপ্ত হয়ে গৌতম নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১টার দিকে উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাদী লাইনের খাল এলাকায়। গুরুতর আহত ও অজ্ঞান অবস্থায় গৌতমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিপক্ষের ৩ জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
ভূক্তভোগীর থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানা গেছে, প্রতিপক্ষের বসত বাড়ি সংলগ্ন ধোপাদী এলাকার মনোরঞ্জন মন্ডলের ছেলে ভূক্তভোগী গৌতম মন্ডলের বিক্রয় উপযোগী তরমুজ খেত রয়েছে। উক্ত খেতে গত ৩০ এপ্রিল প্রতিপক্ষের ৩/৪টি গরু বেধে রাখে। গরুগুলো তরমুজ গাছ ও ফলের ক্ষতিসাধন করে। এ নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় গৌতম মন্ডলের ছেলে মলয় মন্ডল গুরুতর রক্তাক্ত জখম হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় গত ৫ এপ্রিল গৌতম মন্ডলের ছেলে মধুসুদন মন্ডল বাদি হয়ে প্রতিপক্ষের বারেক হাওলাদার (৬০), জাবেদ হাওলাদার (৩০), বিল্লাল হাওলাদার (৪০), বাদশা (৫০), ছাব্বির (২৩) বিরুদ্ধে থানায় ৪ নম্বর মামলা দায়ের করে। এতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন একটি গোলপাতার ঘরের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় গৌতমকে চড়, কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে খাটের সাথে চেপে ধরে তাকে শ^াসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। এসময়ে তার ডাক চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে তারা গৌতমকে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত ও অজ্ঞান অবস্থায় গৌতমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় গৌতম মন্ডল বাদি হয়ে ঘটনায় জড়িত প্রতিপক্ষের বারেক, জাবেদ ও বিল্লাল হাওলাদারের বিরুদ্ধে থানায় একটি এজাহার দাখিল করেছের। এ ব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল হক বলেন এজাহার দাখিল করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।