সুন্দরবনের করমজল খালে কুমিরের আক্রমনে একজন নিহত

17

দাকোপ (খুলনা) সংবাদদাতা: সুন্দরবনের করমজল খাল থেকে মুসা গাজি (৫৫) নামে এক ব্যক্তিকে কুমিরে নিয়ে গেছে। পরবর্তীতে দুই ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে। মুসা উপজেলার পূর্ব ঢাংমারি এলাকার মৃত আমির আলী গাজির ছেলে।
জানা গেছে, ঘটনার দিন সকালে মুসা গাজি ও তার সহযোগি একই এলাকার কৃষ্ণপদ মন্ডলের ছেলে গৌরপদ মন্ডল, আব্দুর রহমান মল্লিকের ছেলে সেকেন্দার মল্লিক ও জাকারিয়া শেখ বাবু সুন্দরবনে মধু সংগ্রহ করতে যায়। পরে ফিরে আসার সময়ে করমজল খাল সাঁতরিয়ে পার হতে গিয়ে মুসাকে কুমিরে ধরে। এসময়ে তার সহযোগিরা কুমিরের কাছ থেকে মুসাকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে দুই ঘন্টা পর ঐ খাল থেকে মুসার লাশ উদ্ধার করে এলাকার লোকজন।
এবিষয়ে করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, তারা পাশ পারমিট না নিয়ে বনে মধু সংগ্রহ করতে যায়। পরে ফিরে আসার সময়ে করমজল খাল পার হতে গিয়ে মুসাকে কুমিরে ধরে। পরবর্তীতে এলাকার লোকজন তার লাশ উদ্ধার করেছে।