নড়াইলের লোহাগড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্ধোধন

16

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্ধোধন করা হয়েছে।
সোমবার বিকেল ৩ টার দিকে উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেনে প্রধান অতিধি নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আশেক পারভেজ।
লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এ্কই স্থানে এসে শেষ করে অতিথিরা মেলায় স্থাপিত স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার। লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হৃদয় হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন লোহসগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল লিওন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রবীর কুমার সরকার, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইনায়েত হোসেন প্রমুখ।
এছাড়া সাংবাদিক, কৃষি বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষাণ-কৃষাণীরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠান আগামী বুধবার (১২ জুন) অনুষ্ঠিত হবে।
মেলায় কৃষি পন্য, উৎপাদিত কন্দাল ফসল, বিভিন্ন প্রজাতির চারাগাছ ফল ও ফুলের ১৩ টি স্টল স্থান পায়।