কটিয়াদিতে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

206

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানাধীন কড়গাঁও ইউনিয়নের পাঁচলিপাড়া এলাকা হতে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ।
র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানাধীন কড়গাঁও ইউনিয়নের পাঁচলিপাড়া এলাকায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য, আসন্ন এসএসসি পরীক্ষা-২০২০ এর প্রশ্নপত্র পরীক্ষার পূর্বেই সংগ্রহ এবং ফাঁস করার পরিকল্পনা করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২০ইং তারিখে দুপুর ১৪.৩০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপসি-২, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানাধীন কড়গাঁও ইউনিয়নের পাঁচলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আল ইমরান(১৯), পিতা-মৃত-জালাল উদ্দিন, সাং-কড়গাঁও, থানা-কটিয়াদি, জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী এসএসসি ২০২০ সালের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এর সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘ দিন যাবৎ ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটস-অ্যাপস্সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন এসএসসি ২০২০ সালের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সাথে সংশ্লিষ্ট বিভিন্ন নামীয় ও বেনামীয় প্রোফাইল গ্রুপের সাথে সংযুক্ত হয়ে ভূয়া প্রশ্নপত্র সংগ্রহ এবং বিভিন্ন সময়ে তার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত হওয়া কোমলমতি পরীক্ষার্র্র্থীদের নিকট প্রতারণামূলকভাবে অর্থের বিনিময়ে সরবরাহ, বিক্রয় করার মত গর্হিত কাজের সাথে সংশ্লিষ্ট ছিল। উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।