রাঙ্গুনিয়ার মরিয়মনগরের ৩শত পরিবার পেল ত্রাণ সহায়তা

147

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৩শত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক হিরু ব্যক্তি উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী প্রদান করেন। করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া কর্মহীন মানুষের মাঝে এদিন ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এসময় রাঙ্গুনিয়া থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে কর্মজীবি মানুষ সরকারি নির্দেশনা অনুযায়ী নিজেদের ঘরে অবস্থান করছেন। এরফলে তারা কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়েছেন। রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশে এরকম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে প্রাথমিক পর্যায়ে ৩শত পরিবারকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অসহায় পরিবারগুলোকেও ত্রাণ সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান।