ভৈরবে করোনা প্রতিরোধে অতিরিক্ত যাত্রী বোঝাই বহনের অপরাধে বিভিন্ন যানবাহনে অর্থদণ্ড

273

মিলাদ হোসেন অপু,ভৈরব: ভৈরবে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব না মেনে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত যাত্রী বোঝাই বহনের অপরাধে ১৫ জন ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
৩১ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় ভৈরব দূর্জয় মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন ভৈরব থানা ও হাইওয়ে থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন,করোনা প্রতিরোধে সরকারী ছুটি ঘোষনা করা হয় ঘরে থাকার জন্য। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে না বের হতে সবাইকে বলা হয়েছে। আর প্রয়োজনীয় কাজে বের হলেও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে কিন্তু মানুষ তা মেনে চলছেন না। তাই মানুষ যেন নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলে এর জন্য আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মানুষ নিয়ম মেনে না চললে এ রকম অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।