গ্রীষ্ম এলে

291

আলাউদ্দিন হোসেন:

আম পাকে জাম পাকে

পাকে সোনা ধান

সোনা ধানে মধুর ঘ্রাণ

কৃষক জুড়ায় প্রাণ। 
কাঁঠাল পাকে লিচু পাকে

পাকে নানা ফল

বাঙ্গি পেকে ফাটল ধরে

 তরমুজেতে জল। 
গাছ জুড়ে জামরুল পেকে

হয় সাদা আনারস

ভারি হয়েছুঁয়ে যায় কাদা।

২। ফলের ঋতু: আলাউদ্দিন হোসেন:

গ্রীষ্মকালে বাংলায় আসে

আমের সাথে জাম

ধানের গন্ধে মাঠ প্রান্তর  

কৃষক ঝরায় ঘাম। 
বাঙ্গি আসে লিচু আসে

তরমুজেতে জল

জাতীয় ফল কাঁঠাল আসে

আসে নানা ফল।

 আনারসের মিষ্টি রসে

জুড়ায় দেহ প্রাণ চারিদিকে

ছড়িয়ে পড়ে মিষ্টি আমের ঘ্রাণ।

৩। সোনালী ধান: আলাউদ্দিন হোসেন:  
গ্রীষ্ম এলে মাঠে চলে

সোনা ধানের খেলা

 সোনা ঘ্রাণে দিক দিগন্তে

ওড়ে রঙিন ভেলা। 
গ্রীষ্ম এলে গোলা ভরে

সোনা রঙের ধান

কৃষাণ কৃষাণী আত্মহারা

নব খুশির বান। 
গ্রীষ্ম এলে কৃষক হাসে

কন্ঠে নতুন সুর

সোনা ধানের মধুর ঘ্রাণ

ছড়ায় বহুদূর।