রাঙ্গুনিয়ায় ‘আম্পান’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি

122

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃকরোনার এই মহাদুর্যোগে এবার ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘আম্পান’। ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় রাঙ্গুনিয়া জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ঝূঁকিপূর্ণ এলাকা হতে লোকজনকে আশ্রয়কেন্দ্রসহ নিরাপদ স্থানে অবস্থান করার জন্য মাইকিং করা হয়েছে। মজুদ করা হয়েছে পর্যাপ্ত শুকনো খাদ্য সামগ্রী। সার্বিক প্রস্তুত বিষয়ে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, পাহাড় ও ঝুঁকিপূর্ণ স্থান থেকে জনসাধারণ কে নিরাপদ জায়গায় অথবা আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান কে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। প্রত্যেক ইউনিয়নে ও পৌরসভায় মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিস ও বনবিভাগের টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যেক ইউনিয়নে স্বেচ্ছাসেবক দল গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওরস্যালাইন মজুদ রয়েছে। ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ ও শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। যার নম্বর- ০৩০২৫-৫৬০০১, ০১৭২২১০৫৯৫৮। যারা এখনো ঝূঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে, তাদের কে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে অথবা নিরাপদ জায়গায় অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানান ইউএনও মো. মাসুদুর রহমান।