রাঙ্গুনিয়ায় আরও ৭ জনসহ ১৩৪ জনের দেহে করোনা শনাক্ত

137

রাঙ্গুনিয়া প্রতিনিধি :রাঙ্গুনিয়ায় প্রায় প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন নতুন করোনা রোগী। এরপরও দিন দিন বেপরোয়া হয়ে উঠছে সাধারণ মানুষ। স্বাস্থ্য সচেতনতা দিন দিন কমে যাচ্ছে সাধারণ মানুষের মাঝে। এরফলে রাঙ্গুনিয়ায় করোনা রোগী বেড়েই চলেছে। বৃহস্পতিবার (৭ জুন) রাঙ্গুনিয়ায় নতুন করে আরও ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তরা হলেন উপজেলা হোছনাবাদ ইউনিয়নের ৬০ বছর বয়সী পুরুষ, সৈয়দবাড়ি এলাকার ৪০, ১০ ও ১৭ বছর বয়সী একজন পুরুষ ও ২ জন নারী, শিলক ৯নম্বর ওয়ার্ডের ৩০ বছর বয়সী পুরুষ এবং পারুয় এলাকার ২৫ ও ২০ বছর বয়সী দু’জন নারী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনাবিষয়ক ফোকাল পারসন মো. ফোরকান উদ্দিন সিকদার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাঙ্গুনিয়ায় আজ ১৫ জনসহ মোট নমুনা সংগ্রহ হয়েছে ৬৮০ জনের। বৃহস্পতিবার নতুন ২৮ জনসহ মোট প্রতিবেদন এসেছে ৫৯৩ জনের। এদিন নতুন ৭ জনসহ মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৩৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭৮ জন, হোম আইসোলেশন আছেন ৪৭ জন, হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৩ জন এবং মারা গেছেন ৬ জন।

ভোরের বার্তা/এম, এস