নান্দাইলে কৃষকের মামলায় আ.লীগের সভাপতি কারাগারে

157

নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে আব্দুল হেলিম নামে এক কৃষককে তুলে নিয়ে আটকে রেখে খালি স্ট্যাম্পে সই নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আটজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ময়মনসিংহ জেলার ৯ নম্বর আমলী আদালতের বিচারক রওশন জাহান বুধবার (০৭ অক্টোবর) শুনানি শেষে কাঠগড়ায় উপস্থিত ০৩নং নান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী সহ আটজনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার বাদী কৃষক আব্দুল হেলিম জানান, ঘটনার সময় তাঁর মূল্যবান জমিজমা জবর দখল করার জন্য একটি পক্ষের হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তাঁকে বাড়ি থেকে অপহরণ করে হেমগঞ্জ বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে আটকে রাখেন। এসময় তাঁকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে জোর করে কয়েকটি খালি স্টাম্পে সই নেন। পরে খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ওই কার্যালয় থেকে তাঁকে উদ্ধার করে। কৃষক হেলিম ওইদিনই হাতেম আলী ও তাঁর সাত সহযোগীকে অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেন।মামলার তদন্তভার ডিবির হাতে ন্যস্ত করা হলে ডিবি পুলিশ এক বছরের বেশি সময় ধরে মামলার তদন্তকাজ শেষ করে ৩ জুন অভিযোগপত্র আদালতে জমা দেয়। আদালত সূত্রে জানা যায়, বুধবার অভিযোগপত্রের ওপর শুনানির দিন ধার্য ছিল। তখন হাতেম আলীসহ তাঁর সাত সহযোগী ওইদিন আদালতে হাজির ছিলেন।