নিকলীতে ইফাত হত্যা মামলা, ৪৮ দিন পর ৩ জন গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন

203

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলার বেড়িবাধ সংলগ্ন এলাকায় পানির মধ্যে ইফাত ভূইয়া (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ গত ৪৮ দিন আগে। এর জের হিসেবে নিহত ইফাত ভূইয়ার পিতা হানিফ ভূইয়া নিকলী থানায় গত ১৩ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় উবাদয়দুল হককে প্রধান আসামী করে ৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। নিকলী থানার তদন্ত ওসি মোঃ রফিকুল ইসলাম গত ১৫ অক্টোবর দিবাগত রাতে ঢাকার পুরাতন বান্দুরপাড়ার নওয়াবগঞ্জ এলাকার মৃত আনসার আলীর ছেলে সাব্বির হোসেন(২৩), মালিবাগ চৌধুরীপাড়ার আজিজুল হকের ছেলে উবায়দুল হক আদিব(২২) ও ঢাকা দক্ষিণের গোলাম মঞ্জুরের ছেলে গোলাম মঈন উদ্দিন রাফি(২১) কে গ্রেপ্তার করার পর গতকাল শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন। তদন্তকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ইফাত হত্যার মামলার ৮ জন আসামীর ধৃত তিনজন আসামীকে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছেন নিকলী ৪নং আমল গ্রহণকারী আদালতে। জানা যায়, গত ২৯ শে আগস্ট ৮ বন্ধু মিলে সন্ধা সাড়ে ছয়টায় নিকলী উপজেলার বেড়িবাধ প্রেম সাগর নদীতে ইফাত ভূইয়াসহ তারা নৌকাতে নদীতে আসেন। তখন তারা ইফাত ভূইয়াকে গলাটিপে হত্যা করেছে বলে ইফাতের বাবা এ হত্যা মামলার বাদী হানিফ ভূইয়া এজাহারে উল্লেখ করেন বলে পুলিশ দাবী করেন।