“রাঙ্গুনিয়ায় ব্লাড ব্যাংক”র ৩য় বর্ষপূতি পালন

107

রাঙ্গুনিয়া প্রতিনিধি : “রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক”র ৩য় বর্ষপূর্তি পালন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনাথ শিশুকে খাবার প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা বৃহষ্পতিবার (১২ নভেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার পাশ্ববর্তী রাউজানের পাহাড়তলী জগৎপুর অনাথ আশ্রম মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় সকাল ১০ টার দিকে। শিশুদের জন্য চকলেট দৌড়, কুইজ প্রতিযোগিতা ছাড়াও আয়োজন করা হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান। দুপুরে অনাথ শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়। পরে কেক্ কেটে সংগঠনের ৩য় বর্ষপূতি পালন করেন রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের কর্মীরা। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের এ্যাডমিন শহীদুল ইসলাম শহীদ। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন। রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক’র এ্যাডমিন হাবীবুর রহমান হাবীবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আবু সায়েম, রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক’র প্রধান উপদেষ্ঠা ব্যবসায়ী মাহাবুবুল আলম সিকদার, উপদেষ্ঠা সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, উপদেষ্ঠা রেজাউল করিম। বক্তব্য রাখেন ব্লাড ব্যাংকের আদনান ফাহিম, দিলশাদ হোসেন ,ওসমান গনি, আব্দুর রহিম, ইয়াছিন, আসলাম, আসাদ,জাবেদ, রাফি, জিন্নাত তালুকদার ,স্বর্ণা চক্রবর্তী, নারায়ন চন্দ্র পাল, রুমেল দে, সৌমিতা চক্রবর্তী, মোমেন, সোহেল প্রমুখ। অনুষ্ঠানে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন সংহতি প্রকাশ করেন।