জহিরুল ইসলাম, নান্দাইল প্রতিনিধি: নান্দাইলে ডায়াবেটিক সমিতির (নাডাস) এর প্রথম বার্ষিক সাধারণ সভা শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নাডাস আয়োজিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নান্দাইল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে কমিউনিটি সেন্টারে সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার শাহাজাহান সরকারের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন । সভাপতির স্বাগত বক্তব্য প্রদানের পর সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান ফকির তার বার্ষিক এবং কোষাধ্যক্ষ স্বপন কুমার সাহা হিসাব প্রতিবেদন পেশ করেন। বক্তব্য রাখেন মেয়র রফিক উদ্দিন ভূইয়া, স্বাস্থ্য বিভাগের সাবেক উপ- পরিচালক ডা. তাজুল ইসলাম খান, ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মতিউর রহমান ভূইয়া, আলহাজ্ব মো. শরাফ উদ্দিন ভূইয়া, সাবেক কমাণ্ডার মাজহারুল হক ফকির, আলী আফজল খান, মো. মাসুদুল হক, হান্নান মাহমুদ, অরবিন্দ পাল অখিল, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার শাহাজাহান সরকারকে সভাপতি ও এডভোকেট হাবিবুর রহমান ফকিরকে সাধারণ সম্পাদক করে ২০২১-২৩ এর জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা