কুলিয়ারচরে ফারিয়া নির্বাচন-২০২১ সম্পন্ন

116

মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর : কিশোরগঞ্জের কুলিয়ারচরে উৎসব মুখর পরিবেশে উপজেলার ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)’র নির্বাচন-২০২১ সম্পন্ন হয়েছে । এতে সভাপতি পদে এশিয়াটিক ল্যাবরেটরিজ’র প্রতিনিধি মোঃ মিজানুর রহমান (লোকমান), সাধারণ সম্পাদক পদে এসিআই ফার্মা’র প্রতিনিধি আলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ইউনিমেট হেলথ-এর প্রতিনিধি হাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) কুলিয়ারচর সদর বীরপ্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদে সন্ধ্যা ৪ টা হতে শুরু হয়ে রাত সাড়ে ৮ টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। গণতন্ত্র মোতাবেক ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর মনোরম পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন, এরিস্টোফার্মার প্রতিনিধি বিএম সালাউদ্দিন, তার সহযোগীতায় ছিলেন মোহাম্মদ রেজাউল করিম, নাজিমুল ইসলাম, আব্দুল কাদির ও মোহাম্মদ জসিম উদ্দিন। নির্বাচনে মোট সংখ্যা ছিল ৪৭ জন । এতে এশিয়াটিক ল্যাবরেটরিজ ফার্মা’র প্রতিনিধি মোঃ মিজানুর রহমান (লোকমান) ২১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপ্রো জে.এম.আই-এর প্রতিনিধি দিলীপ চন্দ্র দাস পেয়েছেন ১৫ ভোট। কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় এসিআই’র প্রতিনিধি আলাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ও ইউনিমেট হেলথ’র প্রতিনিধি হাফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন । ফারিয়া’র নির্বাচনের পর নব নির্বাচিত সভাপতির গলায় ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান মা ফার্মেসীর স্বত্বাধিকারী মোঃ কামরুল আল মুজাহিদ (সোহেল)। এসময় কুলিয়ারচর সদর কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মোঃ মোস্তফা কামালসহ স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।