কবিতা – এক চিমটি ভালোবাসা

430

মোঃ জাকির হোসেন:

তুমি কি আমায়

এক চিমটি ভালোবাসা দিবে?

যে ভালোবাসায় থাকবে না

কোনো স্বার্থপরতা,

তুমি কি আমায়

একটু মাত্র আদর দিবে?

যে আদরে থাকবে না

কোনো কৃপণতা,

তুমি কি আমার সাথে

যেতে পারবে দূর বহুদূর?

যতদূর চোঁখ যায়

থাকবেনা কোনো পিছুটান,

তুমি কি আমার সাথে

সংসার বাঁধতে পারবে বড়

অট্টালিকায় নয় ?

শত ঝড় তুফানের পর ও

ছোট একটা খুঁটিরে,

তুমি কি পারবে বড় বড়

রেস্টুরেন্টের স্বাদ মিটিয়ে নিতে?

ছোট ছোট ফুটপাতের হোটেলে গিয়ে,

তুমি কি পারবে তোমার

পছন্দের লাল নীল শাড়িতে নয়,

আমার পছন্দের কোনো

পোশাকে খুশি থাকতে?

তুমি কি পারবে কোনো

এক স্পেশাল দিনে তোমার

পছন্দের গোলাপ ফুল দিয়ে নয়,

আমার পছন্দের কোনো

এক ফুল নিয়ে খুশি থাকতে?

তুমি কি পারবে তোমার

ডিসিশনের সাথে আমার

কিছু ডিসিশন এড করে চলতে?

তুমি যদি আমার সকল

শর্ত পারো মেনে নিতে,

তবেই তুমি আমাকে ভালোবাসতে পারো।