কিশোরগঞ্জে ৪টি অটোরিক্সা’সহ আন্তঃ জেলা অটোরিক্সা ও ইজিবাইক চোরাই চক্রের ৩ সদস্য কে আটক করেছে র‌্যাব-১৪

179

নিউজ ডেস্ক: র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন মাঠের বাজার এলাকা হতে ০৪(চার)টি অটোরিক্সা’সহ আন্তঃ জেলা অটোরিক্সা ও ইজিবাইক চোরাই চক্রের ০৩ (তিন) সদস্য আটক।


ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, এলাকার গরীব অসহায় অটোরিক্সা/ইজিবাইক চালকদের বিভিন্ন সময় বিভিন্ন স্থান হতে আন্তঃ জেলা অটোবাইক ও ইজিবাইক চোরাই চক্রের সদস্যরা অটোরিক্সা ও ইজিবাইক চুরি করে আসছে এবং এলাকার গরীব অসহায় মানুষদেরকে নিস্ব করে দিচ্ছে। এপ্রেক্ষিতে উক্ত চুরি চক্রের সদস্যরে গ্রেফতারের জন্য অত্র ক্যাম্প কর্তৃক গোয়েন্দা নজর দারী বৃদ্ধি করা হয়। অদ্য ২৯ জানুয়ারি ২০২১খ্রিঃ জনৈক মোঃ হবিল মিয়া(৩৫), পিতা-মৃত-মাসুম আলী, সাং-দক্ষিণ কুরেরপাড়, ইউনিয়ন-বৌলাই, থানা ও জেলা-কিশোরগঞ্জ এর মাধ্যমে অত্র ক্যাম্প বরাবর চোরাইকৃত অটোরিক্সা উদ্ধার সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। উক্ত অভিযোগের বিষয়ে গোয়েন্দা নজরদারী অব্যহত রেখে আসামীদের অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল অদ্য ২৯ জানুয়ারি ২০২১খ্রিঃ আনুমানিক রাত ১.০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামী ১। বিজয়(১৯), পিতা-মৃত মানিক, সাং-গচ্চিহাটা, থানা-কটিয়াদি বর্তমান সাকিন-বৌলাই ২নং ওয়ার্ড প্রযতেœ মৃত হাসেম, থানা ও জেলা-কিশোরগঞ্জ ২। তন্ময় আহম্মেদ হৃদয়(২৩), পিতা-মৃত মোস্তফা মিয়া, সাং-নগুয়া বটতলা(বর্তমানে কোন জায়গা নাই) পৌরসভার ৩নং ওয়ার্ড থানা ও জেলা কিশোরগঞ্জ । এপি শোলাকিয়া বনানী মোড় কাজী হরুনের ভাড়াটিয়া বাসা, থানা ও জেলা-কিশোরগঞ্জ ৩। মোঃ সুবল(৩০), পিতা-মোঃ চান মিয়া, সাং-গাগরাইলল ২নং ওয়ার্ড, ইউপি- দানাপাটুলি, থান ও জেলা-কিশোরগঞ্জ’দেরকে চোরাইকৃত ০৪(চার)টি অটোরিক্সাসহ কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন মাঠের বাজার এলাকা হইতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ জানায় যে, তারা দীর্ধদিন যাবৎ অটোরিক্সা চুরির কাজ করে আসছে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।