কবিতা – তাই ই ভালো

174

মোঃ মুসা —-

মন্দ কাজের হাঁসি নিয়ে

থাকার চেয়ে

ভালো কাজে অতি চাপে

সর্দি কাশে

ভুগতে থাকা অনেক ভালো।

আরো ভালো নিজ বুদ্ধিতে

ঠকা জিতা

লড়াই করে পাই-

না পাই অনেক ভালো।

অবহেলার সিংহাসনে ‌রাজ প্রসাদে

থাকার চেয়ে বাড়ির ঘরের

শীতল পাটি ঘুমান ভালো।

আরো ভালো বন্ধু নামে

বেইমান বাদে

সারা জীবন বন্ধু

ছাড়া একা থাকা অনেক ভালো।

পরের গায়ের ব্যান্ডের

পোশাক না দেখে তার

নিজের গায়ের পরিষ্কার

ময় ছেঁড়া পোশাক

অনেক ভালো।

পরের হাতে আইফোনের

ঐ ফোনটি দেখে

তেলে বেগুন জ্বলার চেয়ে

নিজের হাতের নিজের

টাকার কম দামের

এই মুঠোফোনটি অনেক ভালো।

আরো ভালো মানুষ রুপি

ভুল পথ টাকে দেখিয়ে দেওয়ার

গুরুর চেয়ে নিজের পায়ে হেঁটে হেঁটে

গন্তব্যের ঐ একা যাওয়া অনেক ভালো।