রাঙ্গুনিয়ার জুটমিলে শ্রমিকদের কার্যালয় ঘেরাও কর্মসূচি

277

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় জুটমিলের প্রধান ফটক ও মিলের প্রধান কার্যালয় ঘেরাও করে আন্দোলন কর্মসূচি চালিয়েছে মিলের ৪’শত শ্রমিক-কর্মচারী। বকেয়া বেতন ভাতাসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তাঁরা। রাঙ্গুনিয়ার কে.এফ.ডি জুটমিল শ্রমিকলীগ ও শ্রমিকবৃন্দের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি পালনকালে শ্রমিকরা মিলের প্রধান গেইট ও প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং দাবীর সমর্থনে বিভিন্ন ধরণের শ্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেএফডি শ্রমিকলীগ সভাপতি ইসকান্দর মিয়া, সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম সর্দার, বাবুল হক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম প্রমুখ।
কেএফডি শ্রমিকলীগ সভাপতি ইসকান্দর মিয়া বলেন, ‘মজুরী কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন পরিষোধ, শ্রমিক- কর্মচারীদের গ্রেচুয়েটি, পিএফ এবং মৃত্যুকালীন ভাতা পরিষোধ সহ ৯ দফা দাবীর প্রেক্ষিতে এই আন্দোলন কর্মসূচি চালানো হয়েছে। ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৪১টি সেক্টরে মজুরী কমিশন বাস্তবায়নের ঘোষণার পর ৪০টিতে তা বাস্তবায়িত হয়েছে। শুধুমাত্র পাট কল কর্পোরেশনে তা বাস্তবায়ন করা হয়নি। আমাদের এই অধিকার আদায়ের লক্ষে গত এক বছর ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। বুধবার সকাল ১০টা থেকে ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন শেষে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে মিছিল সহকারে রওনা হবে শ্রমিকরা। যেখানে বাঁধা দেওয়া হবে, সেখানেই অবস্থান নেবে সারাদেশের বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।’