বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাকে আগুন

195

ইয়ানূর রহমান : বেনাপোল স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ভারত
থেকে আমদানিকৃত ব্লিচিং পাউডার পণ্যবাহী ভারতীয় ট্রাকে আগুন লেগে পুড়ে
গেছে। পরে বেনাপোল ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভারতীয় ব্লিচিং পাউডার পণ্যবাহী ট্রাকে আগুন
লাগে। এ সময় বৃষ্টির মধ্যেও আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। ওই
ওয়্যার হাউজের ৩২ নম্বর শেডের সামনে যশোর – বেনাপোল মহাসড়কের ওপর
ট্রাকটিতে আগুন ধরে যায়। এ সময় শেডের ভেতর থাকা পণ্যবাহী ভারতীয় ও
বাংলাদেশি ট্রাকগুলো বিভিন্ন দিক ছোটাছুটি করতে থাকে। তবে কীভাবে বৃষ্টির
মধ্যে আগুন ধরেছে তা কেউ বলতে পারেনি। কেউ কেউ মন্তব্য করেছে বজ্রপাত
থেকে আগুন ধরে থাকতে পারে।

উল্লেখ্য, প্রায় ১০ দিন ধরে রাস্তার ওপর পুড়ে যাওয়া ভারতীয় ওই ট্রাকসহ
কয়েকটি ট্রাক বেনাপোল বন্দরে পণ্য আনলোড করার জন্য অপেক্ষায় ছিল। এর আগেও
১০টি কেমিকেল পণ্যবাহী ট্রাক দেড় মাস অপেক্ষা করার পর পণ্য বন্দরে আনলোড
করে। সে সময় বন্দর ও ট্রাক চালকরা জানিয়েছিল, কাগজপত্রে সমস্যা থাকায়
বেশি সময় ওই ট্রাকগুলোকে অপেক্ষা করতে হয়েছিল।

বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সুমন হেসেন বলেন, কীভাবে আগুন
লেগেছে তা এখন বলা সম্ভব না।

বেনাপোল সিএন্ডএফে কর্মরত আজিজুর রহমান বলেন, ব্লিচিং পাউডার দাহ্য
পদার্থ। এতে পানি লাগলে আগুন ধরে যায়। এর আগেও লিংক রোডে কয়েকটি ব্লিচিং
পণ্যবাহী ট্রাকে আগুন ধরে পণ্যসহ ট্রাক ভস্মীভূত হয়। ওইগুলোও ভারতীয়
ট্রাক ছিলো।

আব্দুস সালাম নামে একজন সিএনএন্ড এফ সদস্য বলেন, বজ্রপাত থেকে আগুন
লেগেছে বলে ধারণা করা হচ্ছে।