মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা লাহিড়ী হাটে গভীর রাতে মরা গরুর মাংস বিক্রির প্রস্তুতিকালে আটক করেছে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। ১ ডিসেম্বর রবিবার রাত ১০টার সময় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের মাংস বাজারে এ ঘটনা ঘটে। ২ ডিসেম্বরসোমবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, লাহিড়ী বাজারে মাংস বিক্রেতা ইসমাইল হোসেন সহ আরও ৭ জন গভীর রাতে মরা গরু জবাই করে মাংস বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মাংস জব্দ করা হয়। জব্দকৃত মাংস পরবর্তীতে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে মাটিতে পুতে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, মাংস বিক্রেতা ইসমাইল হোসেন সহ সহযোগী ৭ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ধরণের কাজে কোন মাংস বিক্রেতা জড়িত থাকলে প্রাণিসম্পদ অফিসে জানানোর জন্য আহব্বান জানান তিনি। চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী মুঠোফোনে জানান, ঘটনার কথা শুনেছি। তবে গরুটি মরা নয়, অসুস্থ ছিল এমনটা দাবি করছে মাংস বিক্রেতারা। তবে প্রাণীসম্পদের অনুমতি না নিয়ে এমন গরুর জবাই করা ভুল হয়েছে তাদের। বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান মুঠোফোনে জানান, খুব খারাপ মানসিকতা তৈরী হয়েছে মাংস বিক্রেতাদের। এমন জঘন্য কাজ করতে পারে, দেখে বিশ্বাস হচ্ছিলো না। প্রাণিসম্পদ মামলা দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।