বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কবিতা

626

মোঃ মুসা:

প্রেমিকার দরজাতে চলা

হয়ে গেল সস্তা;

অহরহ বিলাচ্ছে-ই তারা

প্রেমের চেরাগ,

গ্যারান্টির নাই ক্যাশ বর

আগম জামাই

বিয়ের আগে বিয়ের কনে

ছড়াচ্ছে পরাগ।

ফেসবুকে টুইটারে টেক্স

আর ইনবক্স

সারাদিন ঘ্যান ঘ্যান,

জড়ো ইচ্ছের খুটায়,

দুষ্টু বখাটেরা ঘেরা জড়ো

প্রেমের বাজার

রিলেশন মেনশনে রঙ্গ

চরিত্র জুটায়।

বিয়ের বায়না ধরে

গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড

মা বাবার মুখে ঠাঁয় ছাই

মারে উরু দুরু

অবশেষে ব্রেকআপ হয়ে

যায় সব মিথ্যে

ছেলেটা মাতাল হয়

মেয়েটা হয় সংসারু।

চরিত্র নিয়ে প্রশ্নটা তার

জামাই তুলছে

এ কেমন ফালতামি হলো

প্রেম বাজিমাত

নিজের মূল্য গোছিয়ে নিতে

যদি নাই পারো

শুনতে হবে এমনি কটায়

সহো সংঘাত।