রাঙ্গুনিয়ায় দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা

250

রাঙ্গুনিয়া প্রতিনিধি : “ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যে রাঙ্গুনিয়ায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুমেলা মডেল স্কুল প্রাঙ্গনে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না , পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, তথ্যসেবা কর্মকর্তা রোকসানা খাতুন নার্গিস, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার, মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, শিক্ষানুরাগী মো. জামাল উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি আবদুল মান্নান তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। মেলায় স্কুল, কলেজ ও মাদ্রাসার ২৭ টি স্টলে নিজের প্রযুক্তি প্রদর্শন করেন শিক্ষার্থীরা। #